Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিন চুপ্পুর নামে ২ মনোনয়নপত্র জমা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৯

ঢাকা: দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন চুপ্পুর পক্ষে দু’টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। দাখিলকৃত দুই মনোনয়নপত্রেই প্রস্তাবক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের ও সমর্থক যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (১২ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় মনোয়ন যাচাই বাছাই করা হবে।’

ইসি সচিব বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে একই ব্যক্তির নামে দু’টি মনোনয়ন জমা হয়েছে। যার নামে দাখিল হয়েছে তিনি মোহাম্মদ সাহাবুদ্দিন। তার পিতার নাম মরহুম শরফুদ্দিন আনসারী। বাসা হোল্ডিং নম্বর ৮৮/১, গ্রাম শিবরামপুর, পাবনা। পোস্টাল কোড- ৬৬০০। মনোনয়নপত্র প্রস্তাবকারীর নাম নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের এবং সমর্থনকারী হলেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য মো. হাছান মাহমুদ।’

ইসি সচিব বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তার দফতরে সকাল ১১টায় এবং ১১টা ৫ মিনিটে দু’টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এ দু’টি আবেদন আগামীকাল দুপুর ১টা থেকে বাছাই করা হবে। বাছাইয়ে যিনি টিকবেন, আগামীকাল (সোমবার) প্রধান নির্বাচনী কর্তা তার নাম গণমাধ্যমকে অবহিত করবেন।’

একক প্রার্থী হলে তার প্রক্রিয়া কী হবে জানতে চাইলে সচিব বলেন, ‘আগামীকাল বাছাইয়ের পরে বৈধ মনোনয়ন যেগুলো হবে, তার নাম ঘোষণা করা হবে। আইনানুগভাবে প্রত্যাহারের শেষ তারিখে আমরা চূড়ান্তভাবে ঘোষণা করবো, কে বাংলাদেশের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তবে যেহেতু একই ব্যক্তির দুই আবেদন এবং দু’টি যদি বাছাইয়ের টেকে তবে কালকেই এটি চূড়ান্ত হয়ে যাবে।’

বিজ্ঞাপন

অপর এক প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, বাছাইয়ে না টিকলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই ব্যক্তি সর্বোচ্চ তিনটি মনোনয়পত্র দাখিল করতে পারেন। পাশাপাশি একটি ব্যাক্তির একাধিক মনোনয়নপত্রে একজন স্বাক্ষর করতে পারেন। তবে রাষ্ট্রপতি পদে একাধিক ব্যাক্তির পক্ষে একজন ব্যক্তি মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারেন না।

আরও পড়ুন: ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

সারাবাংলা/জিএস/ইআ

টপ নিউজ নির্বাচন কমিশন (ইসি) মনোনয়নপত্র জমা রাষ্ট্রপতি নির্বাচন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর