Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৮

জয়পুরহাট: জয়পুরহাটে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ক্ষেতলাল উপজেলার মালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশা চালক আমজাদ (৪২), যাত্রী নাসির চৌধুরী (২৩), সিরাজুল ইসলাম (৬০), শাহনাজ (৪৫) এবং শাহিনুর বেগম (৩৮)।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন জানান, একটি অটোরিকশায় করে ছয়জন জয়পুরহাট থেকে ক্ষেতলাল যাচ্ছিলেন। মালিপাড়ায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

এ ঘটনায় আহত ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহানকে আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ নিহত ৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর