Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেশা পাল্টে ছিনতাইয়ে নেমে হত্যাকাণ্ডে ‘পুলিশ সোর্স’ রুবেল


৪ মে ২০১৮ ২১:৪১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।  

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ডিমের আড়তে ডাকাতি করতে গিয়ে খুনের ঘটনায় রুবেল কান্তি দাশ (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মোবাইল চুরি থেকে ছিনতাইয়ে জড়িত হওয়ার পর হত্যাকাণ্ড ঘটিয়েছেন রুবেল, যিনি পুলিশের সোর্স হিসেবেও কাজ করেন।

ডিমের আড়তে ডাকাতি করতে গিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতে দেওয়া এসব আসামির জবানবন্দিতে নাম আসার পর রুবেলকে গ্রেফতার করা হয়েছে বলে সারাবাংলাকে জানিয়েছেন নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম।

গত ৪ এপ্রিল নগরীর পাহাড়তলী বাজারে রানা এন্টারপ্রাইজ নামে একটি ডিম আড়তে টাকা লুট করতে গিয়েছিলেন দুর্বৃত্তরা। বাধা দেওয়ায় আড়তের ব্যবস্থাপক মাসুদ রানাকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম সারাবাংলাকে বলেন, রুবেল নিজেই মাসুদ রানাকে পাঁচবার ছুরিকাঘাত করে। বৃহস্পতিবার (০৩ মে) রাতে আমরা রুবেলকে গ্রেফতারের পর নগরীর লালখানবাজারের পোড়া কলোনিতে তার বাসা থেকে ছোরাটিও উদ্ধার করেছি। শুক্রবার রুবেলকে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়।

মাসুদ রানাকে হত্যার ঘটনায় তার চাচাত ভাই সোহেল রানা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছিলেন। ওই মামলায় পুলিশ যে চারজনকে গ্রেফতার করেছিল তারা হলেন, মো. হেলাল (৩৮), মনসুর আহম্মেদ ওরফে মনসুর আলী (৩৮), বেলাল হোসেন (২৭) ও মনসুরের প্রথম স্ত্রী কোহিনুর বেগম (২৭)।

সর্বশেষ গ্রেফতার হওয়া রুবেল লালখানবাজারের প্রদীপ কান্তি দাশের ছেলে। তবে রুবেল পুলিশের কাছে দাবি করেছেন, ধর্মান্তরিত হয়ে তিনি এখন মো.রুবেল নাম ধারণ করেছেন।

বিজ্ঞাপন

ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন সারাবাংলাকে বলেন, রুবেল মূলত একজন মোবাইল কামলা। অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠান কিংবা জনসমাগমের মধ্যে মোবাইল চুরি করে। সম্প্রতি কাজল নামে এক ছিনতাইকারীর গ্রুপে যোগ দেয়। কাজল ছিনতাই মামলায় ২০০১ সালে খুলশী থানায় গ্রেফতারের পর ১৩ বছরের সাজা হয়েছিল। সম্প্রতি জেল থেকে বেরিয়ে কাজল আবারও ছিনতাইকারী গ্রুপ গড়ে তুলেছে। কাজলের নির্দেশেই রুবেল ডিমের আড়তের টাকা লুট করতে গিয়েছিল।

তিনি বলেন, রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে পুলিশের সোর্স হিসেবে কাজ করে। ডবলমুরিং থানা এলাকায় দুই মাস আগে সে চারটি ছিনতাই করে। এরপর ডিমের আড়তের টাকা লুট করতে গিয়ে হত্যাকাণ্ড ঘটায়।

সারাবাংলা/আরডি/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর