Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় রাজ কামালের রহস্যোপন্যাস ‘দ্বৈত’

সারাবাংলা ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৫

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক রাজ কামাল আহমেদ’র রহস্যোপন্যাস ‘দ্বৈত’। বইটি প্রকাশ করেছে ‘অন্যধারা’।

মেডিকেল কলেজের এক তরুণ রেসিডেন্ট চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ও সেই মৃত্যুর রহস্য উদঘাটনকে কেন্দ্র করে ‘দ্বৈত’ উপন্যাসের কাহিনি আবর্তিত। উপন্যাসটিতে রয়েছে প্রেম, রোমান্টিকতা, অবিশ্বাস, প্রতিহিংসা ও খুনের রোমাঞ্চকর কাহিনি। যা পাঠককে নিয়ে যাবে ভিন্ন এক জগতে।

বিজ্ঞাপন

এর আগে, লেখকের প্রথম গল্পের বই ‘রাত্রির যাত্রী’ পাঠকমহলে বেশ সাড়া ফেলে। ‘দ্বৈত’ উপন্যাসটিও পাঠকদের মন জয় করতে পারবে বলে আশাবাদী রাজ কামাল আহমেদ।

উপন্যাসটি অমর একুশে বইমেলায় অন্যধারা স্টলে (স্টল নম্বর ৫৭, ৫৮, ৫৯, ৬০) পাওয়া যাচ্ছে। এ ছাড়া রকমারি ডট কম অথবা প্রথমা থেকে অনলাইন অর্ডারের মাধ্যমে দেশের যেকোনো জায়গা থেকে বইটি সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, লেখক রাজ কামাল আহমেদ পেশায় একজন চিকিৎসক। তিনি বর্তমানে শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন অর্থোপেডিক সার্জন হিসেবে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/পিটিএম

দ্বৈত বইমেলা ২০২৩ রাজ কামাল আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর