ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আবারও জানিয়েছেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে তাদের কোনো মন্তব্য নেই।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘গত প্রেস ব্রিফিংয়েও আপনারা এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। আমি একই জবাব দেব। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের কোনো আগ্রহও নেই। ব্যাখ্যাও দিতে চাই না।’
গত ১৩ ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশের সমস্যা সমাধানে ব্যর্থ ও অক্ষম সরকারের পরিবর্তন চায় বলেই বিরোধী দলের সভা-সমাবেশ-মিছিলে জনগণ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। মামলা, নির্যাতন অগ্রাহ্য করতে সাহসী হয়েছে এবং বিজয়ের লড়াইকে বেগবান করেছে। কিন্তু বিরোধী দলের প্রতিটি কর্মসূচির দিন ক্রমাগত দ্বন্দ্ব ও সংঘাতের উসকানি দিচ্ছে ক্ষমতাসীন দল। বিরোধী দল সচেতেনভাবে এসব প্ররোচনার ফাঁদে পা না দেওয়ায় সরকারি দলের মন্ত্রী ও নেতারা হতাশ হয়ে আবল-তাবল কথা বলে লোক হাসাচ্ছে।
তিনি বলেন, ‘আপনারা জানেন ইউনিয়নে পদযাত্রাকে বিভিন্ন জায়গায় ওরা বাধা দিয়েছে। তার অর্থ কী? আমাদের প্রত্যেকটি ইউনিয়নে নেতা-কর্মীরা এই কর্মসূচিতে রাস্তায় নেমেছে। আওয়ামী লীগ যে পাল্টা শান্তি সমাবেশ করার কথা বলল, কয়টা ইউনিয়নে তারা শান্তি সমাবেশ করেছে? তারা তো শান্তি সমাবেশ করতে পারিনি। এই পাল্টা কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে যে, তারা দুর্বল, তারা দৈন্যদশায় পড়েছে এবং আবল-তাবল কর্মসূচি দিচ্ছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।