Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৪

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কামাল সিকদার (৪২) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ যাত্রী।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উজিরপুরের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল সিকদার ফরিদপুর জেলার সদরপুর থানার কালাইমাতুব্বর কান্দী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি বাস উজিরপুরের আটিপাড়ায় পৌঁছলে সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুগন্ধা পরিবহনের সামনের অংশ দুমচে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) তমাল জানান, বাস দু’টি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত কর্মকর্তা ডা. আয়শা জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ছয়জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/ইআ

আহত ২০ দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর