Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রুপ বিমা দাবির চেক হস্তান্তর জেনিথ ইসলামী লাইফ’র

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মো. কবির উদ্দিনের মৃত্যুজনিত গ্রুপ বিমা দাবির পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুজ্জামান এই চেক হস্তান্তর করেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জেনিথ ইসলামী লাইফের ব্যবস্থপনা পরিচালক নুরুজ্জামান বলেন, ‘বার্ষিক মাত্র ৭৪৫ টাকা প্রিমিয়ামের বিনিময়ে তিনি গ্রুপ বিমায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। কোম্পানি তাকে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন।’

বিজ্ঞাপন

জানা গেছে, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রধান কার্যালয়ে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে চেক গ্রহণ করেন সমিতির প্লান্ট হিসাবরক্ষক মো. দুলাল হাওলাদার। এ সময় জেনিথ ইসলামী লাইফের সিনিয়র জিএম মো. সাইফুল ইসলাম এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ার হোসেন সরকার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

চেক হস্তান্তর জেনিথ ইসলামী লাইফ বিমা দাবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর