Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ‍পুলিশ কনস্টেবল নিয়োগে ৯ ভুয়া পরীক্ষার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:২৯

রংপুর: রংপুরে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন নয় ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ লাইন্সে পরীক্ষা চলাকালে সাতটি কক্ষ থেকে ওই নয় পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। এদিন রাতে রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- রংপুরের কাউনিয়া উপজেলার গেদ্দবালাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে তাজুল ইসলাম (২৬), সদর উপজেলার ধনতলা পশ্চিমপাড়া গঞ্জিপুর অছিপাড়া এলাকার মোস্তাকিম আলীর ছেলে জাকারিয়া ওরফে রিপন (২৮), মিঠাপুকুর উপজেলার চিথলী দক্ষিণপাড়া এলাকার শাহ আলমের ছেলে মাহফুজার রহমান (১৯), একই উপজেলার মেহেদী হাসানের ছেলে ফুয়াদ হাসান (২২), হাতিমপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে জিসান শেখ (১৯), পীরগঞ্জ উপজেলার হাসানপুর এলকার জয়নাল আবেদীনের ছেলে জাবের আলী (২৫), একই উপজেলার আসমতপুর এলাকার খাজা নাজিম উদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান শুভ (২৬)। দিনাজপুরের জলেশ্বরী তলা এলাকার রতন লালের ছেলে পিন্টু লাল (২৬) ও ঠাকুরগাঁওয়ের কিসামত পাহাড়ভাঙ্গা এলাকার তরুণী সরকারের ছেলে পরিমল সরকার (২৮)।

সারাবাংলা/পিটিএম

ভুয়া পরীক্ষার্থী রংপুর

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর