Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা দেশকে শান্তিপূর্ণ দেশে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪১

ঢাকা: বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশে রূপান্তর করতে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ মোকাবিলায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের “দশম টাইগার্স পুর্নমিলনী” উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের দেশকে একটি শান্তিপূর্ণ দেশে রূপান্তর করতে চাই। তাই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ, এগুলোর প্রতি আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না। জাতির পিতা আমাদের যে পররাষ্ট্রনীতি দিয়ে গেছেন, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়, আমরা সেই নীতিতে বিশ্বাস করি। কিন্তু যদি কখনও বহিঃশত্রুর আক্রমণ হয়, সেটা যেন আমরা মোকাবিলা করতে পারি তার উপযুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।’

বিভিন্ন কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো দুর্যোগ দুর্বিপাকে এগিয়ে আসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। শুধু দেশেই নয়, বিদেশেও যখনই আমাদের বন্ধুপ্রতিম দেশের কোনো ঘটনা ঘটে তখনই আমাদের সশস্ত্র বাহিনী সেখানে যায় এবং উদ্ধার কর্মকাণ্ডের পাশাপাশি সেবাদান করে থাকে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে গৌরবের সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যাচ্ছে।’

তাই সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানানোর পাশাপাশি সম্প্রতি সিরিয়া ও তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারি থেকে আমরা সফলভাবে বের হয়ে আসতে পেরেছি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। উন্নত দেশগুলোও মন্দার কবলে পড়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মাটি অনেক উর্বর। মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আপনাদের তো কিছুই নেই, কীভাবে দেশকে গড়ে তুলবেন। তিনি বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে। আমি মাটি ও মানুষ দিয়ে বাংলাদেশ গড়ে তুলব। আমি সেই কথা বিশ্বাস করি। আমি চাই প্রত্যেকটা নাগরিক যে যা পারেন উৎপাদন করেন। বিশ্ব অর্থনীতির মন্দার ধাক্কা যেন বাংলাদেশে না আসে।’

তাই বৈশ্বিক সংকটে কারণে দেশবাসীকে যার যেখানে যতটুকু জমি আছে সেখানে উৎপাদন করার আহ্বানও পুর্নব্যক্ত করেন।

সারাবাংলা/এনআর/ইআ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

সিইসিসহ নতুন ৪ কমিশনারের শপথ
২৪ নভেম্বর ২০২৪ ১৪:১০

আরো

সম্পর্কিত খবর