জাপানি ২ শিশুর বাবা-মাকে মীমাংসার পরামর্শ
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৫
ঢাকা: জাপানি বংশোদ্ভূত দুই শিশুর মঙ্গলের কথা চিন্তা করে তাদের বাবা-মাকে বসে মীমাংসার পরামর্শ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার পারিবারিক আপিল আদালতের বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালত এ পরামর্শ দেন।
বাদীপক্ষের আইনজীবী নুরুল ইসলাম মিলন এসব তথ্য জানান। এদিন ইমরান শরীফের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাসিমা আক্তার। আর বাবার পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।
আইনজীবীরা জানান, এক শিশু বাবার কাছে, আরেকজন মায়ের কাছে থাকতে চায়। শিশুদের মঙ্গলের কথা চিন্তা করে বাবা-মাকে আইনজীবীসহ বসে মীমাংসার পরামর্শ দিয়েছেন আদালত। এছাড়া, এদিন বাবার আপিল গ্রহণের পাশাপাশি মামলার নথি তলবের আদেশ দেন বিচারক।
এর আগে, গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান বাবা ইমরান শরীফের করা মামলা খারিজ করে জাপানি বংশোদ্ভুত ওই দুই শিশু মায়ের জিম্মায় থাকবে মর্মে রায় দেন। এ রায়ে সংক্ষুদ্ধ হয়ে আপিল করেন ইমরান শরীফ। আদালত আপিলের বিষয়ে শুনানির জন্য আজকের (১৬ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন।
সারাবাংলা/এআই/এনএস/পিটিএম