Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় ১০০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৬

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেন ।

এর আগে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মেঘনা নদীর ডালচর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

কে এম শাফিউল কিঞ্জল জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর ডালচর এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত ফিশিং বোট থেকে ১০০ মণ জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোট ও মাঝিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, আজ সকাল ১১টার দিকে জব্দকৃত জাটকা ইলিশ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

সারাবাংলা/ইআ

জাটকা জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর