Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন শিক্ষাক্রমে ৫ দিনই শ্রেণিকক্ষে পাঠদান: শিক্ষামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫০

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নতুন শিক্ষাক্রমে ৫ দিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান, এটি চূড়ান্ত সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।’

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রথমে বিদ্যুৎ সংকটের জন্য পাঠদান কমানোর সিদ্ধান্ত হয়। কিন্তু এখন থেকে পাঁচদিনই হবে শিক্ষা কার্যক্রম। আর দু’দিন শিক্ষকদের বন্ধ।’

তিনি আরও বলেন, ‘কারিগরি বিভাগে গত ৪ বছরে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে। কিছু কিছু পদ সবসময় শূন্য হয়, তা আবার পূরণ হয়। এখন কারিগরি বিভাগে শিক্ষক সংকট নেই।’

বিজ্ঞাপন

এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

নতুন শিক্ষাক্রম শিক্ষামন্ত্রী শ্রেণিকক্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর