Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশিরাও বাংলাদেশে চিকিৎসা নিতে আসবেন: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২০

রংপুর: বিদেশ থেকেও মানুষ যেন চিকিৎসাসেবা নিতে আসে, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসাসেবা নিতে দেশের বাইরে যান। কিন্তু দেশের বাইরে থেকে দেশে চিকিৎসা নিতে আসেন না। দেশের বাইরে থেকে মানুষ এসে যেন বাংলাদেশে চিকিৎসাসেবা নেন, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে।

হাসপাতালে রাজনৈতিক, অভ্যন্তরীণ প্রশাসনিক ও দালালদের কারণে সেবা বিঘ্নিত হয় উল্লেখ করে তিনি বলেন, যারা হাসপাতালের কাজে বাধা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, হাসপাতালের সাড়ে পাঁচশ যন্ত্রপাতির মধ্যে অধিকাংশই অচল, যা কোনোভাবেই কাম্য নয়। অতিদ্রুতই এ সমস্যা সমাধানে তাগিদ দেন তিনি।

এর আগে, দুপুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন জাহিদ মালেক। কিছু ওয়ার্ড পরিদর্শনকালে রোগীরা অসন্তুষ্টির কথা জানালে সেসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর