Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফুল বাগানে চট্টগ্রামের ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৬

শিশুদের সঙ্গে ফুল বাগানে ডিসি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: বিশেষভাবে সক্ষম আর এতিম শিশুদের নিয়ে ফুল বাগানে একটি দিন কাটিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। নাগরদোলা, কায়াকিং আর নৌকায় চড়ে আনন্দ-উচ্ছ্বাসে কিছুটা সময় কাটিয়েছে প্রচলিত সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিশু।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে জেলা প্রশাসনের গড়ে তোলা ফুল বাগানে এসব শিশুকে নিয়ে যান ডিসি। দখলদারের কাছ থেকে উদ্ধার করা সরকারি জমিতে বিশেষভাবে গড়ে তোলা এই বাগানে এক সপ্তাহ আগে ‘ফুল উৎসব’ শুরু হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম সরকারি শিশু পরিবার, বেসরকারি সংগঠন ‘উপলদ্ধি’ ও সীতাকুণ্ড প্রতিবন্ধী ফাউন্ডেশনের শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে পুরো বাগান। শিশুরা ঘুরে ঘুরে ফুলের নাম জানেন।

শিশুদের নিয়ে ফুল বাগানে ডিসি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, ছবি: সারাবাংলা

শিশুদের নিয়ে ফুল বাগানে ডিসি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, ছবি: সারাবাংলা

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘পিতৃ-মাতৃহীন ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের বাদ দিয়ে কোনোভাবেই সামষ্টিক উন্নয়ন সম্ভব নয়। উন্নত বিশ্বে এ ধরনের শিশুদের সম্পদ হিসেবে গড়ে তোলার যথেষ্ট ব্যবস্থা আছে। কিন্তু আমাদের দেশে সব জায়গায় এ ধরনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। আমরা অবশ্যই শিশু ও প্রতিবন্ধীবান্ধব পার্ক হিসেবে এই ডিসি পার্ককে গড়ে তুলব, তারা যেন প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময়ে এখানে আসতে পারে, খেলাধুলা করতে পারে।’

বাগানের তত্ত্বাবধয়ক সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, চট্টগ্রাম সরকারি শিশু পরিবারের শিক্ষক রুমা পারভীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের মামুন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এনএস

চট্টগ্রাম

বিজ্ঞাপন

দুর্ঘটনার কবলে রিয়ালের টিম বাস
২৯ নভেম্বর ২০২৪ ১১:১৬

শীর্ষে থেকেই বছর শেষ মেসিদের
২৯ নভেম্বর ২০২৪ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর