ঢাকা: মাদারীপুরের শিবচরে ড্রাম ট্রাকের ধাক্কায় পিকআপভ্যান আরোহী চ্যাং বিন (৩৮) নামে এক চীনা নাগরিক মারা গেছেন। তিনি পদ্মা রেলওয়ে প্রজেক্টের সার্ভেয়ার হিসেবে কাজ করতেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ বাংলাদেশি।
শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শিবচরের আড়িয়াল খাঁ ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই চীনা নাগরিককে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাতে মৃত ঘোষণা করেন।
ওই নাগরিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পদ্মা রেলওয়ে প্রজেক্টের দোভাষী রিয়াজুল ইসলাম রনি জানান, ওই চীনা নাগরিকের নাম চ্যাং বিন। তিনি ফরিদপুর ভাঙা ক্যাম্পে থাকতেন। পদ্মা রেলওয়ে প্রজেক্টের সার্ভেয়ার হিসেবে তিনি কর্মরত ছিলেন। সকালে তিন বাংলাদেশিসহ তিনি পিকআপভ্যান নিয়ে প্রজেক্টের কাজে বের হন।
এসময় আড়িয়ালখাঁ ব্রিজের পাশে একটি ড্রাম ট্রাক তাদের গাড়িটিতে ধাক্কা দেয়। এতে তারা চার জনই গুরুতর আহত হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চীনা নাগরিককে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃত চীনা নাগরিককে তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।