Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইকেল চালিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৯

বাংলাদেশ সীমান্তে ছাবিতা মাহাত, ছবি: সারাবাংলা

দিনাজপুর: সাইকেল চালিয়ে ভারতের কাশ্মির থেকে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ এসেছেন ভারতীয় তরুণী ছাবিতা মাহাত। কাশ্মির থেকে বাংলাদেশে আসতে ইতোমধ্যে সাইকেলে পাড়ি দিয়েছেন চার হাজার কিলোমিটার।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ছাবিতা। পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষে জয়পুরহাটে উদ্দেশে রওনা দেন তিনি।

ছাবিতা জানান, তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান,শ্রীলংকা ভ্রমণ শেষে এবার বাংলাদেশের সফর করতে এসেছেন। প্রতিদিন ১৫০কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাবেন। ভারত বন্ধু প্রীতিম দেশ বাংলাদেশ। এ কারণেই দু’দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশে সফর করতে এসেছেন তিনি।

সারাবাংলা/এনএস

ছাবিতা মাহাত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর