জন্ম নিবন্ধন জালিয়াতি: ৩ ‘হ্যাকার’সহ গ্রেফতার পাঁচ
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৬
চট্টগ্রাম ব্যুরো: সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে ভুয়া জন্ম নিবন্ধনের ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন ‘হ্যাকার’ বলে দাবি করেছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন।
তিন ‘হ্যাকার’সহ গ্রেফতার পাঁচজন সংঘবদ্ধ জন্ম নিবন্ধন সনদ জালিয়াত চক্রের সদস্য বলেও জানান তিনি।
গত ৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত নগরীর ৬টি ওয়ার্ডে ৭৯৭টি ভুয়া জন্ম নিবন্ধনের প্রমাণ পাবার তথ্য দেয় চট্টগ্রাম সিটি করপোরেশন। ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর, ১৩ নম্বর পাহাড়তলী, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা, ১৪ নম্বর লালখান বাজার, ৩২ নম্বর আন্দরকিল্লা এবং ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে এসব জালিয়াতির ঘটনায় তিনটি মামলা ও একাধিক সাধারণ ডায়েরি (জিডি) হয়।
নগরীর খুলশী থানায় দু’টি ও হালিশহর থানায় দায়ের হওয়া একটি মামলা তদন্ত করছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।
এসব মামলায় নির্বাচন কমিশনের (ইসি) বরখাস্ত হওয়া কর্মচারী জয়নাল আবেদিনসহ সাতজনকে গ্রেফতার করেছিল কাউন্টার টেরোরিজম ইউনিট। সর্বশেষ পাঁচজনসহ গ্রেফতারের সংখ্যা ১২ জন।
সারাবাংলা/আরডি/এমও