যানজট ভোগান্তি নিরসনে উদ্বোধন হলো কালশী ফ্লাইওভার
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৮
ঢাকা: রাজধানীর যানজট ভোগান্তি নিরসনে ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে। কালশী ফ্লাইওভার চালু হওয়ার ফলে মিরপুরবাসী যানজট ভোগান্তির পাশাপাাশি বর্ষাকালে জলজট থেকেও মুক্তি পাবে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে ২.৩৪ কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে কালশী বালুর মাঠের জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিরপুরবাসীর বহুল প্রত্যাশিত ছিল এই কালশী ফ্লাইওভার। বিমানবন্দর সড়ক থেকে মিরপুর এলাকায় ঢোকার একটা প্রবেশপথ কালশী সড়ক। তবে ওই এলাকায় সব সময় যানজট লেগে থাকত। যানজটের কারণে প্রায় ১০ কিলোমিটার এলাকা ঘুরে মিরপুর যেতে হত। ফ্লাইওভারের নির্মাণ হওয়ায় আর তা করতে হবে না।
প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রমের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধান অতিথি শেখ হাসিনা। পরে মোনাজত অনুষ্ঠিত হয়। এরপর সুধী সমাবেশ মঞ্চে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা আসন নেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি অর্থায়নে ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার ১২ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় প্রায় দুই কিলোমিটার ফ্লাইওভার (১.৭ কিলোমিটার) নির্মাণের পাশাপাশি সড়ক, ফুটপাত এবং ড্রেনের উন্নয়ন কাজও করা হয়েছে। ৩.৭ কিলোমিটার সড়ক, ফুটপাত প্রশস্তকরণ, সড়ক বিভাজক তৈরি এবং ড্রেন নির্মাণ ও কমিউনিকেশন ডাক্টও তৈরি করা হয়েছে।
এই প্রকল্প বাস্তবায়নে প্রায় সাড়ে ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের এই প্রকল্পটির স্বত্বাধিকারী সংস্থা ডিএনসিসি। উদ্বোধনের পর থেকে প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে ডিএনসিসি।
ফ্লাইওভার এলাকায় দু’টি ফুটব্রিজ করা হয়েছে এবং এতে চলন্ত সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাইকেলের জন্য আলাদা লেন রয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বসন্তের উপহার কালশী ফ্লাইওভার, উদ্বোধন রোববার
সারাবাংলা/এনআর/এমও