বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী আটক
লোকাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৩
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৩
বেনাপোল: বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা সবাই বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, ‘শনিবার রাতে গোপন খবরে জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি ইউনিয়নের বারোপোতা গ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে। এরপর আমরা সেখানে অভিযান চালাই। পুলিশর উপস্থিতি টের পেয়ে তারা ইট পাটকেল, লাঠি দিয়ে হামলা চালায়।’
এ সময় ৫টি ককটেলসহ তাদের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।
সারাবাংলা/ইআ