চিন্তা-চেতনা এবং দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসেছে : শেখ হাসিনা
৫ মে ২০১৮ ১২:২৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ‘ইসলামি মূল্যবোধ এখন নজিরবিহীন হুমকির সম্মুখীন। এই অবস্থা চলতে পারে না। এখন সময় এসেছে চিন্তা-চেতনা এবং দৃষ্টিভঙ্গি বদলানোর।’ শনিবার (৫ মে) পৌনে ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
ঐতিহাসিক ঢাকা নগরীতে সবাইকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন এমন সময় চলছে যখন অসমতা, অবিচার এবং জলবায়ুর প্রভাব বেড়ে চলছে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার জন্য ইসলামি মূল্যবোধ আজ নজিরবিহীন হুমকির সম্মুখীন। মুষ্টিমেয় লোকের কারণে ইসলাম নিয়ে আজ ভুল বোঝাবুঝি হচ্ছে। অথচ ইসলাম শান্তির ধর্ম। এর আগে এতো বাস্তুহারা জনগোষ্ঠী দেখা যায়নি। এভাবে আর চলতে পারে না। গুটি কয়েক লোকের জন্য ইসলাম ধর্মের বদনাম হতে পারে না। তাই এখন সময় এসছে চিন্তা-চেতনা এবং দৃষ্টিভঙ্গি বদলানোর।’
নিপীড়িত জনগোষ্ঠীর পাশে সবসময়েই মহানবি (সাঃ) ছিলেন, এই উদাহরণ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা দেশহারা, বাস্তুহারা। তারা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। এই অবস্থায় ওআইসি নিশ্চুপ থাকতে পারে না। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী, মিয়ানমার যাতে বাস্তুহারা রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায়, এজন্য ওআইসিকে পদক্ষেপ নিতে হবে, মিয়ানমারকে চাপ দিতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার পিতা শেখ মুজিবসহ আমার পরিবারের ১৮জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। আমি আর আমার ছোটো বোন বিদেশে ছিলাম। ৬ বছর আমাদের দেশের বাইরে থাকতে হয়েছে। আমরা এই কষ্ট বুঝি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ১ কোটি মানুষ শরণার্থী হয়েছিলো। আমরা রোহিঙ্গাদের কষ্ট বুঝি।’
মুসলমানকে সহিংসতার সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এসময় আরো বলেন, ‘এই সম্মেলন এমন একটি সময় হচ্ছে যখন বিশ্ব একটি ক্রান্তিকাল পার করছে। এমন অবস্থা আগে কখনো আমরা প্রত্যক্ষ করিনি। অস্ত্র কোথা থেকে আসে, তা চিহ্নিত করতে হবে। অস্ত্রের চোরাচালান বন্ধ করতে হবে। তাহলেই সন্ত্রাস এবং চরমপন্থা প্রতিরোধ করা যাবে। যুব সমাজ এবং নতুন প্রজন্মকে রক্ষা করা যাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডসহ সংস্থার সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
সভাপতির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘ইসলাম ও শান্তির সঙ্গে চরমপন্থার কোনো সম্পর্ক নেই। মুষ্টিমেয় কিছু উশৃঙ্খল গোষ্ঠীর জন্য ইসলামের দুর্নাম হচ্ছে। ইসলামকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।’
এবারের সম্মেলনের প্রতিপাদ্য— ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ’। ওআইসির সদস্যভুক্ত ৫৭টি দেশের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেআইএল/এমআইএস
আরও পড়ুন..
ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন শুরু শনিবার
মিয়ানমারকে চাপে রাখতে ওআইসির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook