Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ঢুকছে অবৈধ অস্ত্র, উদ্ধারে অভিযানের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৬

ঢাকা: দেশে বিপুল সংখ্যক অবৈধ অস্ত্র আসছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য এসেছে। বিষয়টি নিয়ে উদ্বেগে সরকার। অবৈধ ও বেআইনিভাবে আসা অস্ত্র উদ্ধারে অভিযানের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক মন্ত্রিসভা কমিটি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  বৈঠক শেষে সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে যে, দেশে প্রচুর অবৈধ অস্ত্র আসছে।’

মন্ত্রী বলেন, ‘অনেকেই জাল লাইসেন্স বানিয়ে নিয়েছে। সেজন্য লাইসেন্স যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যে সব অঞ্চলে রয়েছে, তা ট্র্যাকিং করে সে সব স্থানে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘চোরাকারবারি বা যাদের বিষয়ে তথ্য রয়েছে, তাদের ঘিরেই এ অভিযান পরিচালনা করা হবে। তবে সাধারণ মানুষ যেন ভীতসন্ত্রস্ত না হয় বা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সতর্ক থাকতে বলা হয়েছে।’

বৈঠকে মাদক নিয়েও আলোচনা হয়। কমিটির সভাপতি বলেন, ‘মাদক গোটা জাতির জন্যই অনেক বড় উদ্বেগের বিষয়। মাদক নিয়ন্ত্রণে কলাকৌশল বাড়াতে বলা হয়েছে। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। বিভিন্ন সংস্থা এতে কাজ করবে। জননিরাপত্তা বিভাগের সচিবের নেতৃত্বে যাচাই করে একটি চূড়ান্ত তালিকা করা হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তা আগে প্রকাশ করা হবে না।’

বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি রক্ষা নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, ‘এমন কিছু যাতে না ঘটে, সে বিষয়ে সচেতন থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

আসছে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, রমজানে ভেজাল রোধে সবসময় যেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যেন স্থিতিশীল থাকে সেজন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/একে

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর