Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিসের ডিজি

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩ ০০:১৪

ঢাকা: রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। রোববার (১৯ ফেব্রুয়ারি) মধ্য রাতে এ তথ্য জানান তিনি।

মাইন উদ্দিন বলেন, ‘আমাদের ফায়ার ফাইটাররা ভবনের ভেতরে প্রবেশ করেছে। তারা এখন উদ্ধারকাজ করছে। ভবনের প্রতিটি তলায় পরীক্ষা করছে। কেউ আটকে আছে কি না সেগুলো দেখা হচ্ছে। আটকে থাকলে তাদের উদ্ধার করা হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা ২৩ জনকে জীবিত উদ্ধার করেছি। এর মধ্যে একজন নবজাতক রয়েছে।’ আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লাগার বিষয়ে তিনি বলেন, ‘এখানে পানির ব্যবস্থা ছিল না। ফলে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে।’

এ ঘটনায় এখন পর্যন্ত একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিজি।

সারাবাংলা/এসবি/পিটিএম

আগুন টপ নিউজ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস মহাপরিচালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর