Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষায় মানসম্পন্ন ভবনেরও অবদান থাকে: শিক্ষামন্ত্রী


৫ মে ২০১৮ ১২:৩৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘কেবল আধুনিক কারিকুলাম আর অভিজ্ঞ শিক্ষক হলেই উন্নত শিক্ষা নিশ্চিত হয় না। এ জন্য আধুনিক ও মানসম্পন্ন ভবনও প্রয়োজন। সবকিছু নিয়েই শিক্ষার পরিবেশ উন্নত হয়।’

শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ২০১৭-১৮ অর্থ বছরে এডিপি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সাথে মতবিনিময়’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘একসময় দেশের প্রায় ৫০ ভাগ শিশু স্কুলেই আসতো না। এখন প্রায় শতভাগ শিশু স্কুলগামী। দেশের শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে। বর্তমান সরকারের হাত ধরে দেশে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এটি দেশকে উন্নত ও গতিশীল করছে।’

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাদরাসা ও করিগরি বিভাগের সচিব মো, আলমগীর ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দীন খান। এতে সভাপতিত্ব করেন শিক্ষা প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ে যেসব প্রকৌশলীরা কাজ করছেন তাদের সঙ্গে সরকার তথা দেশের ভাব মর্যাদা জড়িত। নির্মাণের কয়েক বছর পরই যদি ভবন ভেঙে যায় কিংবা ক্ষতিগ্রস্ত হয় তবে শিক্ষা ব্যবস্থায় অপবাদ লাগে। এতে দেশের ভাব মর্যাদাও ক্ষুন্ন হয়।’

উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা নিরপেক্ষ, আপনারা কোনো দল করতে পারেন না। কিন্তু আপনাদের রাষ্ট্রের মালিকের জন্যই কাজ করতে হয়। আর সংবিধান বলে, দেশের নাগরিকই দেশের মালিক। সুতরাং তাদের স্বার্থেই আপনাদের আরও আন্তরিক হতে হবে।’

বিজ্ঞাপন

শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন বলেন, ‘অতীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন উদ্যোগ নেওয়া হতো না। মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়ের যে সংস্কৃতি চালু হয়েছে তাতে কাজে উদ্যম সৃষ্টি হয়। দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতার বিষয়টি আরও ‍দৃঢ় হয়।

তিনি বলেন, ‘শিক্ষাখাতে এখন অনেক বরাদ্দ হয়। যা দিয়ে টেকসই উন্নয়ন করা সম্ভব। তাই কেবল ভবন নির্মাণ করলেই হবে না। সেটি টেকসই এবং ঝুকিমুক্ত হচ্ছে কি না সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।’

সারাবাংলা/এমএস/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর