Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সারাবাংলা ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫০

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁই।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে সচিবালয় মন্ত্রণালয়ের অফিসকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

ফ্রান্সের রাষ্ট্রদূত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে জনমত গঠনকারী ফরাসিলেখক ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অঁদ্রে মালরোর বাংলাদেশ সফরের ৫০ বছর পূর্তি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে মালরোর ভূমিকা নিয়ে ইতিহাসবিদ সন্টে চরেন এর ফরাসি ভাষায় লেখা গ্রন্থের বাংলায় অনূদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

সারাবাংলা/এনআর/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর