Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেই পাকিস্তান এখন দেউলিয়া’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘জাতির জনককে হত্যা করে যারা দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল, তাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছেন শেখ হাসিনা। তার নেতৃত্বে জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে। আর যারা পাকিস্তানের জন্য এখনও মায়াকান্না করে সেই পাকিস্তান আজ দেউলিয়া, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে।’

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের মহান একুশের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আ জ ম নাছির বলেন, ‘আমরা জানি, তিনমাসের রিজার্ভ থাকলে কোনো দেশ ঝুঁকিপূর্ণ হয় না। পাকিস্তানের আছে মাত্র ১৩ দিনের রিজার্ভ। আর বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ৩২ বিলিয়ন ডলার। এটা মনে রাখা উচিৎ, বাংলাদেশ কখনো পাকিস্তান, শ্রীলঙ্কা বা সোমালিয়া হবে না। উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ প্রতিবেশি দেশগুলোর চেয়ে এগিয়ে আছে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে কি দিয়েছেন, জাতি কি পেয়েছে এবং কতটুকু উন্নয়ন হয়েছে সেটা জনগণকে জানাতে হবে। প্রধানমন্ত্রীর অর্জনগুলোর ৫০ ভাগও যদি জনগণের কাছে তুলে ধরতে পারি, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় শতভাগ নিশ্চিত। আমাদের মধ্যে কোনো বিষয়ে মতভিন্নতা থাকলে সেটা দলীয় ফোরামে কথা বলে ঠিক করে নিতে পারি। কিন্তু আমরা যদি হোটেল-রেস্তোঁরা কিংবা ড্রইংরুমে বসে সমালোচনা করি, এর বিরুপ প্রভাব দলের ওপর পরবে।’

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড ও থানার সম্মেলন সম্পন্ন হওয়ার পর মহানগর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করা হবে বলে নেতাকর্মীদের জানান আ জ ম নাছির উদ্দীন।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘স্বাধীনতা যারা চায়নি এবং এখনো যারা বাংলাদেশকে স্বীকার করে না, তারা অবৈধপথে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে দেশে-বিদেশে লবিং চালিয়ে যাচ্ছে। এরা যখন ক্ষমতায় ছিল, দেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করে ৩০ লক্ষ শহিদের সঙ্গে বেঈমানি করেছিল। এই বেঈমানদের রাজনীতি করার কোনো অধিকার নেই।’

নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য কামাল উদ্দীন আহমেদ, জাবেদ, থানা আওয়ামী লীগের কাজী আলতাফ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের শামসুল আলম ও জানে আলম।

সারাবাংলা/আরডি/ এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর