মতিঝিলে এনসিসি ব্যাংকের প্রধান শাখায় যুবকের ঝুলন্ত লাশ
৫ মে ২০১৮ ১৩:০১
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর মতিঝিলে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের প্রধান শাখা থেকে মহিবুল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই ব্যাংকের পাম্প অপারেটর হিসেবে কাজ করতো।
শনিবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে ওই ব্যাংকের ৩য় তলা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মতিঝিল থানার ওসি (তদন্ত) গোলাম রব্বানী জানান, খবর পেয়ে ব্যাংকের ৩য় তলায় পানির পাইপের সাথে বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস দিয়েছিল ওই যুবক। ঝুলন্ত অবস্থাতেই মহিবুলের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি চাঁদপুরে, বাবার নাম আবুল খায়ের।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যাই করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এসএসআর/এমও