Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার ম্যানেজারকে হাইকোর্টে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২১

ঢাকা: ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে রাত ৮টার পর ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের সুযোগ দেওয়ায় ব্যাংকটির গুলশান শাখার ম্যানেজারকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ মার্চ তাকে আদালতে হাজির হয়ে ওই ঘটনার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এ ঘটনায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি শুনানিতে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক বলেছে এটি শাস্তিযোগ্য অপরাধ। সন্ধ্যায় ঋণ অনুমোদন হওয়ার পর রাতেই তা তুলে নেওয়া হয়েছে। এটি তো হরিলুটের ব্যাপার। এটি এলার্মিং। পরে শুনানি শেষে আদালত আদেশ দেন।’

এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

তিনি সাংবাদিকদের বলেন, ‘রাতে টাকা দেওয়ার ঘটনা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।’

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে ন্যাশনাল ব্যাংকের গুলশান করপোরেট শাখা রাত ৮টার পর ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে গত বছরের ২৮ ডিসেম্বর নগদ ২২ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, গত ২৮ ডিসেম্বর ন্যাশনাল ব্যাংক পর্ষদের ৪৭৫তম সভায় ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ঋণ নবায়নের প্রস্তাব ওঠে। প্রস্তাবে বলা হয়, সীমাতিরিক্ত ৪৭ কোটি ৮৫ লাখ ঋণপত্র খোলা হয়েছে। অন্য ব্যাংকে এই গ্রাহকের ঋণ খেলাপি অবস্থায় রয়েছে। ঋণ নবায়ন হলে গ্রাহক ২২ কোটি ৬০ লাখ টাকা উত্তোলনের সুযোগ পাবে।

পর্ষদের আলোচ্যসূচি দেখেই ২৭ ডিসেম্বর ব্যাংকটিতে নিযুক্ত সমন্বয়ক ও কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম আপত্তি জানিয়ে ব্যাংকটির চেয়ারম্যান মনোয়ারা সিকদার, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান নাইমুজ্জামান ভূঁইয়াসহ ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগকে ই-মেইলে ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানির ঋণ নবায়নের বিষয়ে আপত্তি জানান। এরপরও ঋণ অনুমোদন হয়। তবে সাইফুল ইসলামের আপত্তির বিষয়টি ব্যাংকটির কার্যবিবরণীতে উল্লেখ করা হয়নি।

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ ন্যাশনাল ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর