Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার আনুষ্ঠানিক দাবি কাদেরের

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:২৫

ঢাকা: বাংলাকে ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলা অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা। এই ভাষা জাতিসংঘের দাফতরিক স্বীকৃতি পাওয়ার দাবিদার। আমরা জাতিসংঘের কাছে বাংলাকে দাফতরিক ভাষা করার আনুষ্ঠানিক দাবি জানাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আজকের মুক্তিযুদ্ধের সপক্ষে যে শক্তি, এই শক্তিকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে সাম্প্রদায়িক, অশুভ শক্তি ও জঙ্গিবাদের বিরুদ্ধে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ রুখতে এটাই হচ্ছে আমাদের প্রত্যয়, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। একুশের চেতনা হোক স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াইয়ের প্রেরণা।’

এর আগে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে শহিদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

জাতিসংঘ দাফতরিক ভাষা বাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর