Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন্দ্রীয় শহিদ মিনারে বিএনপির শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪২

ঢাকা: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

পৌনে চার ঘণ্টা ‘প্রভাত ফেরির মিছিল’ শেষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পৌনে ১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দেওয়ার সুযোগ পান দলটির নেতারা।

এর আগে, সকাল সাড়ে ৭টায় আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের কবরে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা জানানোর স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় শহিদ মিনারের দিকে যাত্রা করেন। ‘জনসমুদ্র’ ঠেলে গন্তব্যে পৌঁছাতে দুপুর সাড়ে ১২টা বেজে যায় তাদের।

ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর তাদের রুহের মাগফেরাত কামনা করে বিএনপি নেতারা মোনাজাত করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবীব-উন-নবী খান সোহেল, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ওবায়দুল ইসলাম, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নাজিম উদ্দীন আলম, কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সহ-প্রচার সম্পাদক শামিমুর রহমান শামীম, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, ছাত্র দলের সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মোহম্মদ জুয়েল প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনএস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা টপ নিউজ বিএনপি শহিদ দিবস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর