Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে ৪ জলদস্যু আটক, ‍অস্ত্র ও ডিঙ্গি নৌকা জব্দ

লোকাল করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৯

মোংলা: সুন্দরবন থেকে ৪ জলদস্যুকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জব্দ আগ্নেয়াস্ত্র ও ডিঙি নৌকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর সূর্যমুখী খাল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের মৃত আহাদ আলী শেখের ছেলে ফজলু শেখ (৪২), সিকিরডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে মজনু শেখ (৩০), পেড়িখালীর মৃত জোনাব আলী মোড়লের ছেলে শাহাদাৎ মোড়ল (৪০), জিগিরমোল্লার নজরুল শেখের ছেলে ফয়সাল শেখ।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মোংলা থানা পুলিশ ও বাগেরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ সুন্দরবনে অভিযান চালায়। শ্যালা নদীর সূর্যমুখী খাল থেকে ৪ দস্যুকে আটক করে তারা। এসময় তাদের কাছ থেকে দু’টি আগ্নেয়াস্ত্র, কয়েকটি ধারালো অস্ত্র ও লাঠিসোটা জব্দ করা হয়।

আটক দস্যুদের কাছ থেকে একটি কাঠের বাটসহ দেশে তৈরি একনলা বন্দুক, দেশে তৈরি ওয়ানশ্যূটার গান, সাতটি কার্তুজ, দু’টি কাঠের বাটসহ রামদা, একটি লোহার হাতুড়ি, একটি লোহার পাইপ, চারটি টর্চলাইট, চারটি গামছা, ১০টি নাইলনের রশি, দু’টি স্কচটেপ, চারটি লাঠি, দু’টি মানকি টুপি ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে।

আটকরা মোংলা থানা পুলিশের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের বাগেরহাট জেলা পুলিশ সুপারের দফতরে পাঠানো হবে।

সারাবাংলা/এমও

জলদস্যু সুন্দরবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর