Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্নিগ্ধা বাউলের প্রেমের কবিতা

সারাবাংলা ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০২

ঢাকা: মেলায় একদম শেষের দিকে চমক হিসেবেই আসছে কবি স্নিগ্ধা বাউলের প্রেমের কবিতা। স্নিগ্ধা বাউল সমকালের বাংলা কবিতায় প্রিয়মুখ। কবিতার পদচারণা তার বহুদিন ধরেই। প্রেমের কবিতা কবি স্নিগ্ধার চতুর্থ কবিতাগ্রন্থ। এর আগে রাঙতা কাগজ, শীতের পুরাণ চাদর, মনোলগ জলজ ফুল। এছাড়াও সিরিজ কবিতাগ্রন্থ জখমি ফুলের ঘ্রাণ কবি স্নিগ্ধার সিগনেচার গ্রন্থ।

নতুন বই প্রসঙ্গে কবি বলেছেন, এটি আমার নয় মূলত সবারই প্রেমের কবিতা।

বিজ্ঞাপন

স্নিগ্ধা বাউলের প্রেমের কবিতা প্রকাশ করছে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স। অমর একুশে বইমেলার ৪২২-৪২৩ নম্বর স্টলে পাওয়া যাবে গ্রন্থটি।

সারাবাংলা/একে

অমর একুশে বইমেলা বইমেলা ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর