ইসিকে দিয়ে সরকার নীল নকশা বাস্তবায়ন করছে: মওদুদ
৫ মে ২০১৮ ১৩:৫২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘নির্বাচনে যেসব আসনে বিএনপির জয় পাওয়ার সম্ভাবনা বেশি সেসব আসনের সীমানা পুনর্নিধারণ করা হচ্ছে। এর মাধ্যমে সরকার ইসিকে দিয়ে নীল নকশা বাস্তবায়ন করেছে। এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত ‘রমজানের আগে বেগম জিয়ার মুক্তির দাবি’তে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘আমার নির্বাচিত এলাকাতেও একই অবস্থা। যে আসনে ৩৯ বছর নির্বাচন করছি, মানুষের সাথে উঠা-বসা সেই ইউনিয়নগুলোর সীমানা বদলে পাশের আসনে যোগ করা হয়েছে। আমার এটার প্রতিবাদ জানাই। ইসি সংবিধানের ক্ষমতার বাইরে গিয়ে সীমানা বদল করেছে। এটা আমরা প্রত্যাখ্যান করি।’
মওদুদ বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে অবশ্যই ইসিতে পরিবর্তন আনতে হবে। না হলে এদেশের জনগোষ্ঠী সরকারকে বাধ্য করবে সেই দিন আর বেশি দূরে নয়। যতই আমরা সাধারণ নির্বাচনের কথা বলছি সরকার তত জটিল হচ্ছে, যেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে।’
অভিযোগ করে মওদুদ বলেন, ‘গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সরকার দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেই চলছে। কিন্তু ইসি কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেদিকে তাদের খেয়াল নেই।’
নাগরিক অধিকার আন্দোলনের উপদেষ্টা মোহাম্মদ মাসুক মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
সারাবাংলা/এমএমএইচ/এমও