Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশের চেতনার শত্রু বিএনপিকে প্রতিরোধ করার আহ্বান কাদেরের

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩২

ফাইল ছবি

ঢাকা: শেখ হাসিনার নেতৃত্বে নবশক্তিতে বলীয়ান হয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও একুশের চেতনার শত্রু বিএনপিকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার শুরুতে সকল শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা দলবাজি করিনি। দলবাজি তো আপনারা করেছেন। শহিদ বেদীতে জাতীয়তাবাদী দাপটের দল আপনারা ফুল ছিটিয়ে এদিক-সেদিক লন্ডভন্ড করেছেন।’

বিএনপির শাসনমালে সাভার স্মৃতিসৌধে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফুল দিতে গেলে সিভিল পোশাকে নিরাপত্তা বাহিনীর বেড়ধক পেটানোর প্রসঙ্গ তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘দলবাজি করে তারা তারাই ইতিহাসকে মুছে দিতে চায়। মাতৃভাষা রাষ্ট্রভাষা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই মাতৃভাষা বিশ্ব স্বীকৃতি পেয়েছে শেখ হাসিনার জন্য। আমরা মাতৃভাষার জন্য মর্যাদা নষ্ট করেছি?’

মাতৃভাষাকে অপমান করেছেন আপনারা। শহিদ মিনারকে রক্তাক্ত করেছেন আপনারা বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।

বাংলাদেশে আগুন-সন্ত্রাস-জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপিই করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা একুশের চেতনাবিরোধী, আপনারা একাক্তরের চেতনাবিরোধী। যারা একুশের চেতনা মানে না তারা একাত্তরের চেতনায় বিশ্বাস করে না।’

এই অপশক্তিকে রুখতে শপথ নিয়ে তৈরি হয়ে যাওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এই অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ যারা এদেশে সৃষ্টি করেছে। এই অপশক্তি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, আগুন সন্ত্রাসের পৃষ্ঠপোষক; এদের হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। এদের হাতে একুশের চেতনা নিরাপদ নয়, এদের হাতে মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিরাপদ নয়। এদের হাতে স্বাধীনতার আদর্শ কোনোদিনও নিরাপদ নয। এদের হাতে নিরীহ মানুষের জীবন নিরাপদ নয়।’

বাংলাদেশে এই অপশক্তি একটা বিষবৃক্ষ, একটা বিষফোঁড়া। এই বিষফোঁড়াকে বাংলার মাটিতে প্রতিরোধ করতে হবে। একুশের চেতনায় এদেরকে পরাজিত করতে হবে বলে মনে করেন ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ‘একুশের বেদিতে কাকও নাচে ময়ূরও নাচে। কাকও আছে ময়ূরও আছে। কাক-কোকিলের তফাৎ বের করতে হবে। এই কাকদের চিহ্নিত করতে হবে এবং এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে নবশক্তিতে বলীয়ান হয়ে সে প্রতিরোধ সংগ্রামে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, একুশের চেতনার শত্রু বিএনপিকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে পরাজিত করতে হবে।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবীসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ নেতারা। সভা পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম।

সারাবাংলা/এনআর/ইআ

একুশের চেতনা বিএনপি


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর