Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রওশন-সাদ মিলে জাপায় হচ্ছে নতুন কমিটি, ‘কোণঠাসা’ জিএম কাদের

আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৫

ঢাকা: আগামী নির্বাচনকে সামনে রেখে কে ধরবে জাতীয় পার্টির হাল— তা নিয়ে দলে আবার শুরু হয়েছে দেবর-ভাবির লড়াই। এবার বেগম রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাদ এরশাদকে নির্বাহী সভাপতি করে কমিটি করা হচ্ছে। ফলে নিজ দলের ভেতরেই পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের কোণঠাসা হয়ে পড়েছেন!

দলের দায়িত্বশীল একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

দলটির একাধিক নেতা জানিয়েছে, হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ এতদিন চুপ ছিলেন। এবার তিনিই চাচা জি এম কাদেরের সঙ্গে লড়াই করতে প্রকাশ্যে মাঠে নেমেছেন। সাদের সঙ্গে রয়েছে জাতীয় পার্টির অনেক প্রভাবশালী নেতা। আগামী সপ্তাহেই জাতীয় কাউন্সিল করার দিন-তারিখ ঠিক করতে রওশন এরশাদের সঙ্গে বৈঠক করবেন তারা।

রওশনপন্থী সূত্র থেকে জানা গেছে, দল থেকে বহিস্কার হওয়া নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার কথা ছিল জি এম কাদেরের। গত ২১ ফেব্রুয়ারির মধ্যে বহিস্কৃত সব নেতাকর্মীদের দলে ফিরিয়ে নিয়ে পদ-পদবি সমন্বয় করার জন্য রওশনপন্থী নেতারা জিএম কাদেরকে আল্টিমেটাম দিয়েছিলের। জি এম কাদের তাদের কথা রাখেননি। এতে বেগম রওশন এরশাদসহ অন্য নেতারা ক্ষুব্ধ হয়ে আগামী মার্চ মাসেই কাউন্সিল করে নতুন কমিটি করার পরিকল্পনা করছেন।

সূত্রটি জানায়, মার্চ মাসে কাউন্সিল করার কথা রয়েছে। তবে এর আগেই বেগম রওশন এরশাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাদ এরশাদকে নির্বাহী সভাপতি এবং গোলাম মসীহকে ভারপ্রাপ্ত মহাসচিব আর জি এম কাদেরের প্রধান উপদেষ্টা আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির বিশেষ উপদেষ্টা করে ২১ জনের একটি কমিটি করার কথা ভাবছে তারা। আগামী মাসের শুরুতেই এই কমিটির ঘোষণা আসতে পারে বলে আভাস মিলেছে।

বিজ্ঞাপন

সূত্রটি জানায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভার মধ্য দিয়ে বেগম রওশন এরশাদ ও জি এম কাদেরের পুরানো দ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এসেছে। গত ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেগম রওশন এরশাদ ও জি এম কাদের এক মঞ্চে উঠলেও এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা হয়। ফলে জাপার দুই পক্ষের নেতাদের মধ্যেই বিভক্তির উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

রওশনপন্থীরা বুধবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভার আয়োজন করে। বেগম রওশন এরশাদ ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন। সাদ এরশাদ নিজে সভায় উপস্থিত হন। এই আলোচনা সভায় যারা যোগ দেন তাদের অধিকাংশকেই জিএম কাদের দল থেকে বহিস্কার বা অব্যাহতি দিয়েছিলেন।

সাদ এরশাদ ছাড়া এই অনুষ্ঠানে অংশ নেন- এরশাদকে ছেড়ে যাওয়া জাতীয় পার্টির (কাজী জাফর অংশ) প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, দলীয় চেয়ারম্যানের বহিস্কৃত উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়া পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি নুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু ও নূরুল ইসলাম নূরু।

রওশনপন্থী নেতা এস এম এম আলম সারাবাংলাকে বলেন, ‘মার্চ মাসে আমরা জাতীয় পার্টির কাউন্সিল করবোই। আমরা ইতিমধ্যে ৪৪টি জেলার কাউন্সিল শেষ করেছি।’

নাম গোপন রাখার শর্তে অপর এক নেতা জানান, কোন কারণে জাতীয় পার্টির কাউন্সিল মার্চ মাসে করা না গেলেও রওশন এরশাদকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাদ এরশাদকে জাপার নির্বাহী সভাপতি করে ২১ সদস্যবিশিষ্ট প্রেসিডিয়াম কমিটি করা হবে। এই কমিটিই আগামী জাতীয় নির্বাচনে দলের সব কার্যক্রম পরিচালনা করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

জাতীয় পার্টি জিএম কাদের রওশন-সাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর