Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৯

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ওমর ফারুক পলক (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। তারা সবাই বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ডেমরা রোডের ভাঙ্গা প্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক রিয়াদ ফকির জানান, যাত্রাবাড়ীর ডেমরা রোড ভাঙ্গা প্রেস এলাকায় মোটরসাইকেলসহ তাদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, একটি বাস তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়ে চলে গেছে।

আহত জুয়েল রানা জানান, তার বাসা রাজধানীর নারিন্দায়। আর পলক থাকেন কেরানীগঞ্জের জিনজিরা এলাকায়। তারা বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষের ছাত্র। সকালে পলকের মোটরসাইকেলে করে তারা তিন সহপাঠী ভার্সিটিতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

আহত আরেক জনের নাম পরিচয় জানা যায়নি। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহত হয়েছেন। বাসটি সনাক্ত করা যায়নি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

শিক্ষার্থী নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর