Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খরচ বেড়েছে দেড় লাখ টাকা, সময় বাড়িয়েও মিলছে না হজ যাত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৬

ফাইল ছবি

ঢাকা: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। সে হিসেব অনুযায়ী চলছে নিবন্ধন প্রক্রিয়া। অন্যান্য বছরগুলোতে এই সময়ের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, এবার আশানুরূপ নিবন্ধন হয়নি। যে কারণে আরও তিনদিন সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধারণা করা হচ্ছে, এবার খরচ বাড়ানোর কারণে এবার নিবন্ধনে ভাটা পড়েছে। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাড়তি সময়ের মধ্যে নিবন্ধন লক্ষ্যমাত্রা পূরণ হবে।

বিজ্ঞাপন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রানুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার আর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

বরাবরের মতো এবারও সরকারি ও বেসরকারিভাবে আলাদা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকার হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর একদিন পর ২ ফেব্রুয়ারি সরকারি প্যাকেজ থেকে ১০ হাজার টাকা কমে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকার প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

সরকারি-বেসরকারি উভয় প্যাকেজেই গত বছরের চেয়ে খরচ বেড়েছে প্রায় দেড় লাখ টাকা।

২০২২ সালে হজের সর্বনিম্ন প্যাকেজ ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। প্যাকেজ ঘোষণার পর গত ৫ ফেব্রুয়ারি প্রাক নিবন্ধিত গমনেচ্ছুদের নিবন্ধন শেষ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সেখানে বলা হয়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন শেষ করতে হবে।

সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৯ হাজার ৩৫২ জন হজের জন্য নিবন্ধন শেষ করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬৯৭ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন মাত্র ৪ হাজার ২০৭ জন। এদিকে ২৩ ফেব্রুয়ারি শেষ হচ্ছে হজ নিবন্ধনের সময়। এই সময়ের মধ্যে কোটা পূরণ কোনোভাবেই সম্ভব নয়। ফলে এই প্রেক্ষাপটে ২২ ফেব্রিয়ারি রাতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

নতুন জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের হজের হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক ভিসা পদ্ধতি চালু করতে যাচ্ছে। এই পদ্ধতির অধীনে ভিসার আবেদন সাবমিট করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব পস্তুতি নেওয়া হয়েছে। নতুন এ পদ্ধতিতে ভিসা করার জন্য পাসপোর্ট আপাতত নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

তবে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করে যারা এরই মধ্যে ঢাকার আশকোনার হজ অফিসে পাসপোর্ট জমা দিয়েছেন, ভিসা কার্যক্রম শুরু হলে তারা সেখানে গিয়ে বায়োমেট্রিক ভিসার আবেদন করতে পারবেন। অথবা সেখান থেকে পাসপোর্ট নিয়ে অন্য কোনো সেন্টারে থেকেও ভিসার আবেদন করতে পারবেন। ভিসা কার্যক্রম শুরু হলে ভিসা সাবমিট সেন্টার এবং ভিসার পদ্ধতি সকলকে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হজযাত্রী নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এদিকে হজ এজেন্সি মালিকরা বলছেন, নির্ধারিত কোটার চেয়ে বেশি মানুষ হজে যেতে প্রাক নিবন্ধন করেন। এবার পরিস্থিতি ভিন্ন। প্রাক নিবন্ধন করলেও বাড়ছে না নিবন্ধনের সংখ্যা। ধর্ম মন্ত্রণালয় নিবন্ধনের সময় বাড়িয়েছে। তাতে কোনো লাভ হবে না, যদি খরচ না কমায়। এবার খরচটা অতিরিক্ত।

তারা বলছেন, মানুষের ইচ্ছা থাকা পরও খরচ বাড়তি থাকায় হজে যেতে আগ্রহ দেখাচ্ছেন না। তারা বলছেন পরিস্থিতি বিবেচনায় বিমান ভাড়াসহ হজ প্যাকেজ পুনর্নির্ধারণ জরুরি।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশস অব বাংলাদেশ হাব এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সারাবাংলাকে বলেন, ‘করোনার কারণে টানা দুইবছর হজযাত্রা বন্ধ ছিলো। এবার হজ পালনের সুযোগ পেলেও খরচ বেড়ে গেছে অত্যাধিক। হাব সবসময় হজের খরচ মানুষের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করে। আমরাও চাই হজের খরচ পুনর্বিবেচনা করা হোক।’

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।

সারাবাংলা/জেআর/ইআ

প্যাকেজ-বান্ডলের খরচ বৃদ্ধি হজ যাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর