নাটোর: বাগাতিপাড়ায় মৃত চাচাতো ভাইয়ের ঘর থেকে আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাবি লাবণী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের অন্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জের একটি ব্যাংকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য শাকিবুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার ছুটিতে নিজ বাড়ি বাগাতিপাড়া উপজেলার নাজিরপুর গ্রামে গিয়েছিলেন। রাত সাড়ে ৩টার দিকে চাচাতো ভাইয়ের বিধবা স্ত্রী লাবণীর ঘরে সোহাগের লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
জিজ্ঞাসাবাদের জন্য বিধবা ভাবিকে আটক করেছে পুলিশ।