খাগড়াছড়ি: মাটিরাংগা উপজেলার রামশিরা বাজারে মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডে ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ছুটে যান ২৩ বিজিবি যামিনীপাড়া জোনের সদস্যরা। জোনের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খানের নেতৃত্বে ২৫ জনের একটি দল অগ্নিনির্বাপক সরঞ্জামসহ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রায় ঘণ্টাখানেক স্থানীয়দের নিয়ে বিজিবির নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরইমধ্যে ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। পরে মাটিরাঙ্গা সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিভাতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে অন্তত অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। বিজিবি সদস্যদের আগুন নেভানো এবং উদ্ধার কাজে সহায়তার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারটি।