Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু শনিবার, থাকছে ২ দিনব্যাপী প্রদর্শনী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২১

ঢাকা: প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হচ্ছে শনিবার (২৫ ফেব্রুয়ারি)। এবারের সপ্তাহের স্লোগান ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’। সপ্তাহ শেষ হবে ১লা মার্চ।

সেবা সপ্তাহ উপলক্ষে আগামীকাল সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওস্থ পুরাতন বাণিজ্যমেলা মাঠে বসছে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী। প্রদর্শনীটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে প্রাণিসম্পদ অধিদফতর। আর সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন উন্নত জাতের গরু, মহিষ, ছাগল-ভেড়া, দুম্বা, ঘোড়া, কবুতর, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগীসহ গৃহপালিত নানা ধরনের প্রাণির দেখা মিলবে এই প্রদর্শনীতে। প্রদর্শনীতে বরাবরের মতোই দেশের সবচেয়ে সুন্দর ও বড় সাইজের গরু-মহিষ, ছাগল-ভেড়ার র‌্যাম্প শো থাকছে দর্শনার্থীদের উপভোগ্য। এছাড়া প্রদর্শনী চত্ত্বরে থাকছে নানা রকম সুস্বাদু মাংস এবং দুগ্ধজাত পণ্য ও খাবার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। পরের দিন রোববার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি থাকবেন তিনি। এছাড়া আগামী ১ মার্চ (বুধবার) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানেও প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ বিশেষ অতিথি থাকবেন। অনুষ্ঠানে সরকারের খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পাশাপাশি প্রাইভেট সেক্টরের উদ্যোক্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি মো. ইমরান হোসেন জানান, সারাদেশের ২৫০ জন খামারি এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। এতে স্টল থাকছে ৩০০টি। খামারিরা তাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় সাইজের ষাড় গরু নিয়ে অংশ নেবেন এই প্রদর্শনীতে। দেশের সবচেয়ে বড় দুধের গাভী, যেগুলো ৪০-৫৫ লিটার পর্যন্ত দিনে দুধ দেয়-এসব গাভী-বাছুরও থাকবে প্রদর্শনীতে।

সারাবাংলা/জিএস/এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর