Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ঐক্য পরিষদের মশাল মিছিল

সারাবাংলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৬

চট্টগ্রাম ব্যুরো: কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে মশাল মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা থেকে মশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়নের দাবিতে এ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

মিছিলের আগে এক সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, ‘২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। আওয়ামী লীগ সরকার গঠন করেছে। সেই সরকারের চার বছর অতিক্রান্ত হয়েছে। আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু দুঃখজনক হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে যেসব অঙ্গীকার করেছিল, তার বাস্তবায়ন হয়নি।’

বক্তারা বলেন, ‘এই পরিস্থিতিতে দেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে। আগামী সংসদ নির্বাচনের আগেই সরকারি দলকে তাদের ইশতেহার বাস্তবায়নের দাবি আমরা জানাচ্ছি।’

ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম মহানগরের সভাপতি পরিমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, চন্দন মজুমদার, সুরঞ্জন ভট্টাচার্য, দীপক তালুকদার, কাজল শীল, বিধান মিত্র, খোকন চন্দ্র দে, রুমা কান্তি সিংহ, সৌরভ দাশ পার্থ, স্বরূপ বড়ুয়া, মিনু দেবী, রাধা দেবী মুন, শিখা দে, শুক্লা দে, চম্পা শীল, প্রিয়া তালুকদার, শিল্পী সর্দ্দার, রকি সিংহ, সুবল চন্দ্র দাশ, অলক কুমার দাশ, তপন দাশ, অপূর্ব ধর, রতন নাথ, কৃষ্ণ কান্তি ধর, অমল সিকদার, বিশ্বজিৎ মজুমদার জুয়েল, রিপন সিংহ সমাবেশে বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/আইই

চট্টগ্রামে ঐক্য পরিষদ টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর