চট্টগ্রামে গণপিটুনিতে ‘চোরের’ মৃত্যু
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি চুরি করতে এক বাড়িতে ঢুকেছিল বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা গ্রামের ঘোষঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, ঘোষঘাটা এলাকার বাসিন্দা প্রদীপ দত্ত ঘরে তালা দিয়ে প্রতিবেশীর বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। মধ্যরাতে ফিরে তিনি ঘরের দরোজা খোলা দেখতে পান। ছেলে শিমুল দত্তও তার সঙ্গে ছিলেন।
ভেতরে যাবার পর ২-৩ জন অজ্ঞাত লোক দেখে প্রদীপ চিৎকার দেন। তখন প্রদীপ ও শিমুলকে আঘাত করে লোকগুলো পালানোর চেষ্টা করেন। বাবা-ছেলে মিলে একজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে ধরা পড়া ব্যক্তিকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত সারাবাংলাকে বলেন, ‘রাতে চোরের দল গ্রামের একটি ঘরে চুরি করতে গেলে একজনকে আটকে ফেলা হয়। পরে লোকজন তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণপিটুনি দেয়। এতেই তার মৃত্যু হয়।’
ওসি জানান, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সারাবাংলা/আইসি/এনএস