চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। রাতে কাজ শেষে বাড়িতে যাওয়ার সময় রেললাইন অতিক্রমকালে তিনি ট্রেনে কাটা পড়েন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সালাউদ্দিন (৫৫) উত্তর ছলিমপুরের ফজু হাবিলদারের বাড়ির মৃত আবদুল ওয়াদুদের ছেলে। তিনি ‘সীমা স্টিল’ নামক একটি রড তৈরির কারখানার নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘রাতে কাজ শেষে রেললাইন দিয়ে সালাউদ্দিন হেঁটে বাড়ি ফিরছিলেন। রেললাইন অতিক্রমের সময় চট্টগ্রাম থেকে আপলাইন দিয়ে আসা কোনো মালবাহী ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।’