ইতালি উপকূলে নৌকা ডুবে ৩০ অভিবাসীর মৃত্যু
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৭
দক্ষিণ ইতালির সমুদ্র উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৩০ অভিবাসী মারা গেছেন। ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে এ ঘটনা ঘটে। প্রায় ১০০ যাত্রী নিয়ে নোঙ্গরের সময় পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ভেঙে যায় বলে জানা গেছে।
সমুদ্রতীরবর্তী একটি অবকাশ যাপন কেন্দ্রের সৈকত থেকে বহু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিবাসীবাহী এই নৌকাটি কোথা থেকে যাত্রা করেছিল তা জানা যায়নি। তবে অ্যাডনক্রোনোস বার্তা সংস্থা জানিয়েছে, জাহাজটিতে থাকা বেশিরভাগ ব্যক্তি ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের।
ওই বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, রুক্ষ আবহাওয়ার কারণে জাহাজটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। ইতালীয় কর্তৃপক্ষ স্থল ও সমুদ্রে বড়সড় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।
ক্যালাব্রিয়ার দমকল বাহিনীর মুখপাত্র দানিলো মাইদা বলেন, মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে।
সারাবাংলা/আইই