Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ভর্তি পরীক্ষা ১৬ মে

চবি করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৪

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ১৬ মে শুরু হবে। যা চলবে ২৫ মে পর্যন্ত।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ডিনদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন সই করা এক বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়

বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিনদের সমন্বয়ে অনুষ্ঠিত প্রথম সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণিতে বিভিন্ন ইউনিট ও উপ-ইউনিট ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচী আগামী ১৬ মে থেকে ২৫ মে নির্ধারণ করা হলো।

এ বিষয়ে জানতে ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন সারাবাংলাকে বলেন, ভর্তি পরীক্ষা বিষয়ে এটুকু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি নতুন কোনো সিদ্ধান্ত থাকে জানিয়ে দেওয়া হবে।

সারাবাংলা/সিসি/একে

চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর