Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযানের সময় শরবত বিক্রেতার মৃত্যু


৫ মে ২০১৮ ১৭:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের হকার উচ্ছেদের সময় শাহ জামাল (৬৫) নামে এক শরবত বিক্রেতার মৃত্যু হয়েছে। নিহতের ছেলের অভিযোগ করে বলেন, ‘উচ্ছেদকারীদের ধাক্কায় বাবার মৃত্যু হয়েছে। এর আগে তিনি কয়েকবার স্ট্রোক করেছিলেন। যে কারণে তিনি এই আঘাত সহ্য করতে পারেননি।’

শনিবার (৫ মে) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নং গেট সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত শাহ জামালের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার শিকারীকান্দা গ্রামে।

শাহ জামালের ছেলে ইব্রাহীম জানান, তার বাবা জামাল মিয়া অনেকদিন ধরেই স্টেডিয়াম এলাকায় শরবত বিক্রি করে আসছিল। শনিবার সিটি করপোরেশন হকার উচ্ছেদ করার সময় তার শরবতের জার লাঠি দিয়ে ভেঙে ফেলা হয়। পরে জামাল এর কারণ জানতে চায় সিটি করপোরেশনের ওই কর্মকর্তার কাছে। তখন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এতে সে অচেতন হয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পল্টন থানার আহাদ পুলিশ বক্সের সহকারী ইনচার্জ সোলাইমান গাজী জানান, হকার উচ্ছেদের সময় সিটি করপোরেশন পুলিশের কোনো সহায়তা নেয়নি। জামালের মৃত্যু কি কারণে হয়েছে সেটা জানা নেই। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

সারাবাংলা/ এসএসআর/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর