Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালাবদ্ধ ঘর থেকে ‘টাইলস শ্রমিকের’ হাত-পা বাঁধা লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে তালাবদ্ধ একটি ঘর থেকে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধারের অন্তঃত ২৪ ঘণ্টা আগে তাকে গলা কেটে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে তাদের ধারণা। পঁচা গন্ধ পেয়ে প্রতিবেশিরা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর খুলশী থানার টাইগারপাসের কুয়ারপাড় এলাকায় রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা একটি টিনশেড ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী যুবকের নাম সালাহউদ্দিন এবং পেশায় টাইলস শ্রমিক বলে তারা জানতে পেরেছে। রেলওয়ে কলোনির ১১ নম্বর ভবনের সামনে ছেনুয়ারা নামে এক নারীর গড়ে তোলা ঘরটি গত ২২ জানুয়ারি ভাড়া নিয়েছিল সালাহউদ্দিন। ভাড়া দেয়ার সময় জাতীয় পরিচয়পত্র সংগ্রহ না করায় সালাহউদ্দিনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘টিনশেড ঘরের তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে। সকালে প্রতিবেশিরা পঁচা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। তালা ভেঙে ঘরে ঢুকে দেয়া যায়, ভেতরের একটি কক্ষে লাশটি পড়ে আছে। তার মুখ ও হাত-পা গামছা এবং লুঙ্গি দিয়ে বাঁধা ছিল। লাশের মুখ ও শরীরও ফুলে গেছে। ঘরের ভেতর রক্তের চিহ্ন পাওয়া গেছে।’

‘সুরতহালে মনে হয়েছে, তাকে গলা কেটে খুন করা হয়েছে। লাশ উদ্ধারের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সঠিক কারণ জানা যাবে।’

ছেনোয়ারা সারাবাংলাকে জানান, সালাহউদ্দিন ও তার দুই বন্ধু মিলে মাসিক দুই হাজার টাকায় ঘরটি ভাড়া নিয়েছিলেন। ঘরে ওঠার পর একজন চলে যায়। তার জায়গায় আরেকজনকে তোলে সালাহউদ্দিন। শনিবার সর্বশেষ ছেনোয়ারার সঙ্গে সালাহউদ্দিনের কথা হয়েছিল। এসময় তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র চেয়েছিলেন। কিন্তু তিনি ফোন নম্বর দিয়ে পরিচয়পত্র পরে দেয়ার কথা জানান।

ঘটনাস্থলে আলামত সংগ্রহে যাওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক (মেট্রো) ফজলুর রহমান ফারুকী সারাবাংলাকে জানান, ঘর ভাড়া দেয়ার সময় শুধু সালাহউদ্দিন নামটিই জানতে পেরেছিলেন বাড়ির মালিক। আরও কোনো তথ্য নেননি। আমরা বিস্তারিত পরিচয় সংগ্রহের জন্য নিহতের হাতের আঙ্গুলের ছাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি।’

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর