Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউ আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৯

ঢাকা: ভিসির মেয়াদ এক বছর বাড়ানোর পাশাপাশি সিন্ডিকেট সদস্য সংখ্যা বাড়ানোর বিধান যোগ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত মন্ত্রিসভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ চার বছর। সেজন্য বিএসএমএমইউ’রও তিন থেকে চার করা হলো। আইন অনুযায়ী উপাচার্য নাম হবে। সিন্ডিকেট ৩০ থেকে বাড়িয়ে ৩১ জন করা হয়েছে। স্পিকার কর্তৃক তিন জন সংসদ সদস্য ছিলেন সেখানে একজন নারী সংসদ সদস্য যোগ হবেন। সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা ও শিক্ষা উভয় সচিবদের যুক্ত করা হয়েছে। এছাড়া আরও কিছু সংশোধনী আনা হয়েছে। নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় হলে এর আওতায় হবে।’

এছাড়া কাতারের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর চুক্তি সই প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয় বলে জানান তিনি। কাতারে ১ হাজার ১২৯ জন সেনাসদস্য কাজ করার সুযোগ পাবেন। এখানে অফিসার সৈন্য মিলিয়ে নিয়োগ দেওয়া হবে। কাতার তাদের নিজস্ব প্রয়োজনে এদের ব্যবহার করবেন। তিনি বলেন, ‘কুয়েতেও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে।’

বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা দেওয়ার বিষয়ে এসআরও জারির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগে ইউরোপসহ ৫৭টি দেশ ছিল দ্বৈত নাগরিকের তালিকায়। এবার আরও ৪৪টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আফ্রিকার ১৯ দেশ, দক্ষিণ আফ্রিকার ১২ দেশ এবং ফিজি। এসব দেশের কিছু নাগরিক বাংলাদেশেরও নাগরিক। দ্বৈত নাগরিক হলে আইন অনুযায়ী সকল সুবিধা পাবেন।’

বিজ্ঞাপন

এছাড়া, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা ২০২২-৪১ এর খসড়ায় অনুমোদন দেওয়া হয় এদিন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশ গঠন হবে সেখানে যাতে আমাদের পরিকল্পনা টেকসই হয়, সেজন্য জলবায়ুকে সামনে রেখে এই আইনটি করা হয়েছে। এতে অভিযোজন তরান্বিত, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে সহিষ্ণুতা অর্জনকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

অনুমোদন খসড়া বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর