Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত আনতে কানাডার সাথে আলাপ হয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০০:২৬

ঢাকা: কানাডায় লুকিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে ঢাকা সফররত কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী হারজিত এস সজ্জনের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী হারজিত এস সজ্জন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা নূর চৌধুরী সম্পর্কে বলেছি। এটা একটা লিগ্যাল প্রসেস (প্রক্রিয়া)। এ প্রসঙ্গে কানাডার মন্ত্রী জানান, নূর চৌধুরীকে ফেরত দেওয়ার বিষয়টি দেশটির আদালতে প্রক্রিয়াধীন। আদালতের বিষয় নিয়ে আমরা রাজনৈতিক ব্যক্তিরা কোনো মন্তব্য করি না। তবে এটা বলতে পারি যে, বিষয়টি সঠিক প্রক্রিয়ায় চলছে।’ বৈঠকে একাধিক ইস্যু নিয়ে আলাপ হয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘তাদের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্য যাতে আরো বাড়ানো যায় সে বিষয়ে আলাপ করেছি। কৃষি খাতের গবেষণা এবং উদ্ভাবন নিয়ে তাদের সঙ্গে আলাপ হয়েছে। আমাদের ছাত্ররা কানাডায় পড়াশোনা করতে গেলে ভিসা জটিলতার মুখোমুখি হয়। এই জটিলতা সহজ করার জন্য তাদের সঙ্গে আলাপ করেছি।’

মোমেন বলেন, ‘২০২৬ সালের পর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উত্তীর্ণ হবে, তাই তাদের বলেছি- এলডিসির পর আগামী ২০২৯ সাল পর্যন্ত কানাডা যাতে বাংলাদেশকে ব্যবসা-বাণিজ্য খাতে জিএসপি সুবিধা দেয়। তারা এতে মোটামুটি একমত পোষণ করেছে। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বৈঠক হবে।’

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তি খাত নিয়ে আলাপ হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘এক্ষেত্রে আমাদের ফ্রিল্যান্সারদের কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি।’

কানাডার মন্ত্রী সজ্জন তার বাংলাদেশ সফরে ইন্দো-প্যাসিফিক ইস্যুতে দেশটির গুরত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্দো-প্যাসিফিক কৌশল। কানাডার ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আমাদের দু’পক্ষের মধ্যে অনেক কিছু করার সম্ভাবনা রয়েছে। আমরা এই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।’

জলবায়ু ইস্যুতে আগামী বছর কানাডা বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার দিয়ে সহযোগিতা করবে বলে জানান হারজিত। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির স্বীকার হচ্ছে সে বিষয়ে কানাডা বাংলাদেশকে সহযোগিতা করবে। এই ইস্যুতে আগামী বছর কানাডা বাংলাদেশকে ১০ মিলিয়ন ডলার দিয়ে সহযোগিতা করবে। সামনের দিনগুলোতেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন কানাডার উন্নয়নবিষয়ক মন্ত্রী।

সারাবাংলা/এসবি/পিটিএম

কানাডা বঙ্গবন্ধুর খুনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর