Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সন্ধ্যায় শিল্পকলার মঞ্চে ‘বৃত্তের বাইরে’

সারাবাংলা ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুরোধে আজ মঙ্গলবার মঞ্চে আসছে নাটক ‘বৃত্তের বাইরে’। নাটকটির নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক নাট্যকার ও নির্দেশক ড. কুন্তল বড়ুয়া।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে নাটকটির পুনঃমঞ্চায়ন হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রামের কয়েকজন গুণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে নাটকটিতে অংশ নিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের কয়েকজন শিক্ষার্থীও। অভিনয়ে আছেন- কঙ্কন দাশ, সুচরিত চৌধুরী টিংকু, আব্দুল হাদী, হিমাদ্রি শেখর রায়, সাথী চক্রবর্তী, পায়েল চৌধুরী, তানভীর, প্রাঙ্গণ শুভ ও ময়ূরীক্ষী দাশ গুপ্ত ইচ্ছে।

আলোক পরিকল্পনায় আছেন নাট্যকার অসীম দাশ এবং আবহ প্রক্ষেপণে দেবাশীষ রায় ও সুমেধ বড়ুয়া।

নির্দেশক কুন্তল বড়ুয়া সারাবাংলাকে বলেন, ‘একজন ব্যক্তি মানুষের তথাকথিত অনুশাসনকে ভেঙ্গে ফেলার মানসিক শক্তিকে চিহ্নিত করার নাটক বৃত্তের বাইরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থীদের অনুরোধে আমরা আবার নাটকটি মঞ্চে আনছি। শিক্ষার্থীরা টিকিট কেটে নাটকটি উপভোগ করবেন।’

সারাবাংলা/আরডি/ইআ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মঞ্চ নাটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর