Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৪

ঢাকা: প্রাথমিকে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সাধারণ ও ট্যালেন্টপুল মিলিয়ে মোট ৮২ হাজার ৩৮৩ জনকে বৃত্তি দেওয়া হয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জনকে বৃত্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ ফলাফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এবার ২০২২ সালে বাংলা, প্রাথমিক, গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় ৫ লাখ ৩৯২ জন শিক্ষার্থী অংশগ্রহনের জন্য নিবন্ধন করে। পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৮২ হাজার ৯০৪ জন শিক্ষার্থী। মোট নম্বর ছিল ১০০ এবং সময় ছিল ২ ঘণ্টা।

এবার উপজেলা ও থানা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার অনুপাতে কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুলে বৃত্তি বণ্টন করা হয়। সাধারণ বৃত্তি ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ড ভিত্তিক বিতরণ করা হয়। এ বছর সাধারণ গ্রেডে বৃত্তির ক্ষেত্রে ৮ হাজার ১৪৫ টি ইউনিয়ন বা পৌরসভা ওয়ার্ডের প্রতিটিতে ৬টি (৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রী) হিসেবে ৪৮ হাজার ৮৭০ টি এবং অবশিষ্ট ৬৩০ টি বৃত্তি থেকে প্রতিটি উপজেলা বা থানায় ১ টি করে ৫১৩ টি উপজেলা বা থানায় ৫১৩ টি সাধারণ বৃত্তি দেওয়া হয়। সব মিলিয়ে এবার বৃত্তির জন্য চূড়ান্ত হয়েছেন ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী।

পাশাপাশি শিশুকল্যাণের আওতায় ঝরে পড়া ২৫৮ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। নিয়ম অনুযায়ী এবার ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ২২৫ টাকা দেওয়া হবে। বৃত্তির ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং www.mopme.gov.bd তে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বদ্ধ পরিকর। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি দেওয়া, মিড-ডে চালু, অবকাঠামোগত উন্নয়ন, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ, প্রাক- প্রাথমিক শিক্ষা চালু, পাঠদান আকর্ষণীয় করার জন্য ক্লাসরুমে মাল্টিমিডিয়া সংযোজন, ডিজিটাল কনটেন্ট তৈরির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন সামগ্রী বিতরণ, সহকারী শিক্ষকসহ প্রাক- প্রাথমিকে শিক্ষক নিয়োগ ও তাদের বেতন স্কেল উন্নীত করাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করতে ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি সরকার নিবন্ধিত ও কমিউনিটি বেসরকারি বিদ্যালয়কে জাতীয়করণসহ প্রধান শিক্ষকের পদকে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়া হয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষকদের বেতনস্কেল একধাপ উন্নীতকরণসহ ১ লাখ ৫ হাজার ৬১৬ জন শিক্ষকের চাকরি সরকারিকরণ করা হয়। যা প্রাথমিক শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে সবর্জন স্বীকৃত যুগান্তকারী পদক্ষেপ।

সারাবাংলা/জেআর/একে

প্রাথমিকে বৃত্তি বৃত্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর